সোমবার ১৪ এপ্রিল-২০২৫ খ্রি. তারিখ সকাল ৯টায় শোভাযাত্রায় ভিন্ন এক কার্যক্রম নিয়ে উপস্থিত হয় বন বিভাগ। বাঙ্গালি সংস্কৃতির অন্যতম প্লাটফর্মে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ হাতির একটি মুরাল তুলে ধরে। ম্যাসেজ সংবলিত মুরালটি নিয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসন শুভাযাত্রা করে। ম্যাসেজ ছিলো
‘বন আমার বাড়ি
আমি বন রক্ষা করি’।
সকলের মধ্যে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিলো এই হাতির প্রতিকৃতি।কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জনাব মো. ওমর ফারুক স্বাধীন, ফরেস্ট রেঞ্জার জানান বিভাগীয় বন কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, রাঙ্গামাটি মহোদয়ের নির্দেশনায় এটির কার্যক্রম গৃহিত ও প্রদর্শিত হয়। আমাদের চিন্তা ছিলো এবার ১লা বৈশাখে ব্যতিক্রম কিছু প্রদর্শনী করা। মুরালের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফটোশেসন করা।এছাড়া ১লা বৈশাখে আগত সকলের দৃষ্টি ছিলো মিনি ট্রাকের ওপর হাতির মুরালরি ওপর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস