Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ইতিকথা

               উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে চট্টগ্রাম কালেক্টরেটের আওতায় বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা সমন্বয়ে ‘‘চট্টগ্রাম বন বিভাগ’’ গঠিত হয় ও রাজস্ব বিভাগের ব্যবস্থাপনায় আসে। চট্টগ্রাম বিভাগের কমিশনার পদাধিকার বলে উক্ত বন বিভাগের বন সংরক্ষকের দায়িত্বে এবং একজন সহকারী বন সংরক্ষক, পার্বত্য চট্টগ্রামের ডেপুটি কমিশনার এর মাধ্যমে স্থানীয় দায়িত্ব পালন করতেন। ১৮৭৫ সনে সর্বপ্রথম মাইনী উপত্যকায় ও সীতাপাহাড়ের ৭৫০ বর্গমাইল এলাকা সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে বন বিভাগের ব্যবস্থাপনায় দেয়া হয়। পরবর্তী সময়ে ১৮৮০ হইতে ১৮৮৩ সনের মধ্যে মাতামুহুরী, কাছালং, সাংগু ও রাইংখিয়ং উপত্যকায় ১৩৪৫.০ বর্গমাইল সংরক্ষিত বন হিসাবে ঘোষনা করা হয়।

               ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রাম আলাদা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু সংরক্ষিত বনাঞ্চল ১৯০৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বন বিভাগের আওতায় ছিল। চট্টগ্রাম বন বিভাগকে বিভক্ত করে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগ কিভাবে পৃথক করা হয় সে বিষয়ে কোন সঠিক তথ্য বা গেজেট বিজ্ঞপ্তি পাওয়া যায়নি বলে প্রকৃত সময় জানা যায়নি। তবে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দায়িত্বে নিয়োজিত বিভাগীয় বন কর্মকর্তাদের নামের তালিকা দৃষ্টে দেখা যায় মিঃ এইচ এল, কোপার, উপ বন সংরক্ষক, বিগত ০১-১০-১৯০৯ ইং তারিখ হতে ০৮-৫-১৯১১ ইং সন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সে আলোকে ধরে নেয়া যায় ০১/১০/১৯০৯ তারিখ হতে পার্বত্য বন বিভাগ গঠিত।

                পরবর্তী সময়ে গেজেট বিজ্ঞপ্তি নং ৪৩৫৬ ফর তাং ১৭/৫/১৯৫৪ মূলে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগকে বিভক্ত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ নামে দু’ভাগে বিভক্ত করা হয় এবং ১ এপ্রিল ১৯৫৪ তারিখ হতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাজ পৃথকভাবে শুরু হয়। বর্তমানে এ বন বিভাগের ব্যবস্তাপনায় ৩১৬.৬৭ বর্গমাইল সংরক্ষিত বন ভূমি এবং ৬৫৫.৫০ বর্গমাইল অশ্রেনীভুক্ত বনভূমি রয়েছে।


সৃজিত বন বাগানঃ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে ২০১৯-২০ আর্থিক সাল পর্যন্ত ৬৮০৮৩.৭৭ একর বাগান সৃজন করা হয়েছে। ১৮৭৩ সালে ৩.০ একর সেগুন বাগান সর্ব প্রথম কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বিট এলাকায় সৃজন করা হয়েছিল। সৃজিত বাগানে সেগুন, গামার, মেহগিনি, চাপালিশ, জারুল, জাম, পেডুক, করই, শাল, কদম, আকাশমনি, চিকরাশি ইত্যাদি প্রজাতির গাছ বিদ্যমান আছে। বনাঞ্চলে ছোট, বড় ও মাঝারী গাছ বিদ্যমান আছে। তাছাড়া গুল্ম জাতীয় গাছ আরোহী, ইপিফাইট জাতীয় উদ্ভিদও বিদ্যমান আছে এবং বেত, ঘাস ও অর্কিড জাতীয় উদ্ভিদও এ বনাঞ্চলে পরিলক্ষিত হয়।  


বিগত বছরে সৃজিত বাগানের পরিমাণ নিম্নে দেয়া হলঃ

সন


অনুন্নয়ন

উন্নয়ন

মোট

নার্সারী

(চারার সংখ্যা)

বাগান(হেঃ)

নার্সারী(বেড)

বাগান(হেঃ)

নার্সারী

(চারার সংখ্যা)

বাগান (হেঃ)

২০১৮-১৯

-

১০.০

-

৬১০.০

-

৬২০.০

২০১৯-২০

১,০১,৬২৫টি

৮.০

-

-

১,০১,৬২৫টি

৮.০

২০২০-২১

-

-

-

১৩০০.০

৬২,৫০০ টি

(বিনামূল্যে বিরতণ)

১৩০০.০

২০২১-২২

৬২,৫০০টি

-

-

৭০০.০

১,৩৭,৫০০ টি

(বিনামূল্যে বিরতণ)

৭০০.০


            পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অবস্থান, আয়তন ও পরিবেশগত অবস্থাঃ

            বর্তমানে নিম্নোক্ত ০৩টি সংরক্ষিত বনাঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ গঠিত

            (রাইংখিয়ং, বরকল ও সীতাপাহাড়)

১।         রাইংখিয়ং সংরক্ষিত বন ভূমি          ১,৮৮,৫৩৭.৬০     একর     ২৯৪.৫৯ বর্গমাইল

২।         বরকল সংরক্ষিত বন ভূমি                       ৫৮২.৪০        ’’               ০.৯১   ’’

৩।         সীতা পাহাড় সংরক্ষিত বনভূমি           ১৩,৫৪৯.৪৯        ’’           ২১.১৭  ’’

                                                    মোট  ২,০২,৬৬৯.৪৯     একর       ৩১৬.৬৭ বর্গমাইল।

            রাইংখিয়ং সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত থেগা সংরক্ষিত বনের সীমানা ভারতের মিজোরাম প্রদেশের সীমান্তবর্তী লুসাই পাহাড় পর্যন্ত বিস্তৃত। রাইংখিয়ং সংরক্ষিত বন ভূমির দক্ষিণ পূর্ব অংশ ভারত ও বার্মার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত যা সোনালী ত্রিভুজ নামে পরিচিত।


জি,পি,এস, অনুসারে অবস্থানঃ

            রাইংখিয়ং সংরক্ষিত বনাঞ্চল ২১˙μ৫৩˝হইতে ২২˙μ৩৩˝ উত্তর অক্ষাংশে ও ৯২˙-১৯˝ হতে ৯২˙-৩৭˝পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সীতাপাহাড় বনাঞ্চল ২২˙-২৬˝হতে ২২˙-৩৮˝উত্তর অক্ষাংশে ও ৯২˙-৮˝হতে ৯২˙μ১৭˝  পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। বরকল সংরক্ষিত বনাঞ্চল ২২˙-৪২˝হতে ২২˙-৪৪˝উত্তর অক্ষাংশে ও ৯২˙-২৩˝হতে ৯২˙-২৪˝  দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।


সীমানাঃ

উত্তরে- ভারতের ত্রিপুরা রাজ্য এবং পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ

দক্ষিণে- রাইংখিয়ং সংরক্ষিত বনের পশ্চিম সীমানা কাপ্তাই এবং রাইংখালী উপত্যকার উত্তর হতে দক্ষিণে সাংগু এবং শীলক উপত্যকার পৃথককারী জলসীমানা ও চন্দ্রঘোনা-বান্দরবান রাস্তা কর্ণফুলী নদী পর্যন্ত।

পূর্বে-     ভারতের লুসাই পাহাড়ের আন্তর্জাতিক সীমানা এবং বার্মার আরাকান।

পশ্চিমে- চন্দ্রঘোনা-ঘাগড়া সড়ক, যোগশীল-ওয়াগ্গা পাহাড়ের মধ্যচূড়া, মনিখেড়ি এবং চেঙ্গী উপত্যকার পূর্ব সীমানা পর্যন্ত।