সাম্প্রতিক বছর সমূহের (০৩ বছর ) অর্জন: The Chittagong Hill Tracts Forest Transit Rule, ১৯৭৩ অনুযায়ী Meticulously জোতপারমিট ইস্যু করণ প্রক্রিয়ায় বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় জোতের উল্লেখযোগ্য Visible স্থানে যেকোন গাছ বা স্থায়ী Objet (বস্তু)-কে Bench Mark ধরে GPS Co-ordinates (Latitude & Longitude) গ্রহণ করতঃ প্রতিটি জোত ভূমির অবস্থান নির্ণয় করনান্তে উহার বিপরীতে ফ্রি-পারমিট ইস্যুকার্য সুনিশ্চিত করা হয়েছে। বিগত তিন বছরে এ বন বিভাগ কর্তৃক ৭,৫৩,৩৫,০৪৪/- রাজস্ব অর্জিত হয়েছে। এছাড়াও বন অধিদপ্তর কর্তৃক সারাদেশে বিনামূল্যে বিতরণের আওতায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, রাঙ্গামাটির অধীন রাঙ্গামাটি পার্বত্য জেলার ০৫(পাঁচ)টি উপজেলায় মোট ৩,০০,০০০ টি চারা বিতরণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস